
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের সাথে বাস্তবতা নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিমসটেক সম্মেলনের ফাঁকে ওই বৈঠকে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহারের আহ্বানও জানিয়েছেন তিনি। এ নিয়ে এক ব্রিফিং এ মোদির অবস্থানের কথা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন মোদি।
মিশ্রি বলেন, "বাংলাদেশের সাথে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা আবারো ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে পরিবেশ নষ্ট করে এমন কোন বক্তব্য পরিহার করাই সর্বোত্তম। গণতান্ত্রিক, স্থীতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের উপর ঘটা নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার কথাও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।"
সূত্র: https://www.youtube.com/watch?v=PiFtjQHdubI
আবীর