ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ড. ইউনূস-মোদি বৈঠক আশার আলো জাগিয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২০:১৮, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৪, ৪ এপ্রিল ২০২৫

ড. ইউনূস-মোদি বৈঠক আশার আলো জাগিয়েছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্ব রাজনীতি ও ভূরাজনীতির প্রেক্ষাপটে, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠক দুই দেশের সম্পর্কের জন্য একটি নতুন আশার আলো সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারতের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন বা বিটারনেস সৃষ্টি হয়েছিল, তা এখন কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফখরুল বলেন, "এটা আমাদের জন্য আনন্দের খবর, কারণ এই বৈঠকের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতির সম্ভাবনা উন্মোচিত হয়েছে। আমি যতটুকু দেখেছি, দুজনই অত্যন্ত আন্তরিকভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের এবং ভারতের মানুষের জন্য উপকারি হবে।"

মির্জা ফখরুল আরো বলেন, এই ধরনের আলোচনা ও উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক স্থাপনে সহায়ক হবে, যা ভবিষ্যতে উভয় দেশের জন্য ভালো ফল বয়ে আনবে।

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=e4yPFAOVtLw

আবীর

×