ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:০৫, ৪ এপ্রিল ২০২৫

বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটের আটজুড়ী ইউনিয়নে বিএনপির  নেতা শফিকুর রহমানকে দ্বন্ধের জেরে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে উপজেলা বিএনপি শুক্রবার ( এপ্রিল) বিকেল সাড়ে টায় মানববন্ধন করেছেন। এর আগে তারা সংবাদ সম্মেলন করেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

উপজেলা বিএনপি' সভাপতি শিকদার জামাল উদ্দিন বলেন, মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২২ মার্চ আটজুড়ী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন নির্বাচনকে কেন্দ্র করে দু'পক্ষের বিরোধ সৃষ্টি হয়।

উক্ত বিরোধের জেরে গত মঙ্গলবার এপ্রিল কামারগ্রাম দেলদার শেখের বাড়ির সামনে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। বেপরোয়া বর্বরোচিত হামলায় গুরুতর আহত ওই নেতা খুলনার একাটি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন।  বর্বর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সদস্য শেখ ইকবাল হোসেন সহ অনেকে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপস্থিত নেতাকর্মীরা। মিছিলটি মোল্লাহাট ওভার ব্রীজ ঘুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সভা করেন।

মেহেদী হাসান

×