ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিমসটেকের দায়িত্ব নিয়েই যা বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ১৯:৩৬, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৫, ৪ এপ্রিল ২০২৫

বিমসটেকের দায়িত্ব নিয়েই যা বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত

বিমসটেক সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাংলাদেশ এই অঞ্চলের চেয়ারম্যানশীপ গ্রহণ করেছে। এই দায়িত্ব গ্রহণের পর, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

ড. ইউনূস তার ভাষণে বলেন, "বিমসটেকের নেতৃবৃন্দ সম্পূর্ণ আস্থা রেখে এই দায়িত্ব আমাকে দিয়েছেন, যা আমাকে আরও দায়িত্বশীল করে তোলে। আমি এই পদটি অত্যন্ত নম্রভাবে গ্রহণ করছি এবং বাংলাদেশ বিমসটেক-কে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য কাজ করবে।"

তিনি আরও বলেন, "আমি বিশেষভাবে আনন্দিত যে, আমি সেই শহরে এই চেয়ারম্যানশীপ গ্রহণ করছি, যেখানে ২৮ বছর আগে বিমসটেক যাত্রা শুরু হয়েছিল। এই সুযোগে, আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের অত্যন্ত সুন্দরভাবে স্বাগত জানিয়ে, শীর্ষ সম্মেলনের জন্য অসামান্য ব্যবস্থাপনা করেছেন।"

থাইল্যান্ডের ভূমিকা স্মরণ করে, ড. ইউনূস বলেন, "বিমসটেকের জন্মের সময়ে থাইল্যান্ডের যে অবদান ছিল তা চিরকাল স্মরণীয় থাকবে। বিগত তিন বছরে থাইল্যান্ডের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয় ছিল।"

বাংলাদেশের পক্ষে তিনি জানান, "বিমসটেক চেয়ার হিসেবে, বাংলাদেশ এই অঞ্চলের স্বার্থ উন্নয়ন এবং আমাদের সাধারণ লক্ষ্য অর্জনের জন্য নিবেদিত থাকবে। আমরা সব সদস্য রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিমসটেকের উদ্দেশ্য বাস্তবায়ন এবং এর দৃশ্যমানতা বৃদ্ধি করতে প্রতিজ্ঞাবদ্ধ।"

ড. ইউনূস আরও বলেন, "যদি আমরা আমাদের সাধারণ লক্ষ্যগুলো পরিশ্রম এবং সংকল্পের সাথে অনুসরণ করি এবং জনগণকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করি, তবে বিমসটেক একটি আরও কার্যকর এবং অর্থপূর্ণ আঞ্চলিক সংগঠন হিসেবে গড়ে উঠবে।"

তিনি শেষ করেন, "আমরা একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং সুশৃঙ্খল অঞ্চল গঠনের জন্য কাজ করবো, যা আমাদের জনগণের আকাঙ্ক্ষা। আগামী সপ্তম বিমসটেক শীর্ষ সম্মেলনে আমরা আপনাদের সবাইকে ঢাকায় স্বাগত জানাতে প্রত্যাশী। ধন্যবাদ।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=gwgOnXoy-gQ

আবীর

×