
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ মহানগরীর চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহের দিকে আসছিল। বিকেল সাড়ে ৪টার দিকে চুরখাই এলাকা পর্যন্ত আসতেই যাত্রীবাহী একটি অটোরিকশাকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুই শিশুসহ ৭জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি বলেন, ঘটনার পর পরই স্থানীয় লোকজন বাসটিকে আটকাতে পারলেও পালিয়েছে চালক। তখন লোকজন ক্ষুব্ধ হয়ে চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে একপাশে যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে যানজট স্বাভাবিক করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, পাঁচটার দিকে আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবীর