ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ফেসবুক পোস্টে আসিফ সৈকত

‘রাজনৈতিক ক্যারিয়ারের ইতিই শুধু হয়নি, আগামীতে বহু হত্যা মামলায় আন্তর্জাতিকভাবে দণ্ডিত হতে যাচ্ছে হাসিনা’

প্রকাশিত: ১৯:১৭, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:১৭, ৪ এপ্রিল ২০২৫

‘রাজনৈতিক ক্যারিয়ারের ইতিই শুধু হয়নি, আগামীতে বহু হত্যা মামলায় আন্তর্জাতিকভাবে দণ্ডিত হতে যাচ্ছে হাসিনা’

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলেছেন, 'তার রাজনৈতিক ক্যারিয়ারের ইতিই শুধু হয়নি, আগামীতে বহু হত্যা মামলায় আন্তর্জাতিকভাবে দণ্ডিত হতে যাচ্ছে হাসিনা।'

তিনি আরও লেখেন, বলকানের কসাই স্লোভাদান মিলোসোভিচ এর সাথে তার (শেখ হাসিনা) আর বিশেষ পার্থক্য নাই।

এছাড়া, শেখ হাসিনাকে 'আন্তর্জাতিক অপরাধী' আখ্যা দিয়ে আসিফ সৈকত জানান, 'হাসিনাকে ভারত হয়তো বেশিদিন আর রাখবে না, আন্তর্জাতিক কূটনীতিতে মারাত্মক পিছিয়ে পড়েছে দেশটি।' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতো তাড়াতাড়ি তা বুঝবে, ততোই ভারতবাসীর মঙ্গল বলেও উল্লেখ করে তিনি।

ভারত শেখ হাসিনাকে বলি দিয়ে বাংলাদেশের সাথে সম্পোর্কোন্নয়নের চেষ্টা করলেও সবাইকে অবাক না হতেও বলেছেন আসিফ সৈকত।

 

সূত্র: https://www.facebook.com/share/1B62DC8avB/

রাকিব

×