ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস

প্রকাশিত: ১৯:০৭, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪০, ৪ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত।

থাইল্যান্ড সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেইতংটারন সিনাওয়াত্রার কাছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় থাই দূতাবাসে ভিসা প্রক্রিয়াকরণের সক্ষমতা সীমিত হওয়ায় আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা ভ্রমণকারীদের বিশেষ করে চিকিৎসাগ্রহণে আগ্রহী বাংলাদেশিদের জন্য সমস্যা সৃষ্টি করে।

তিনি থাই প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করে বলেন, থাইল্যান্ডগামী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

থাই প্রধানমন্ত্রী পেইতংটারন সিনাওয়াত্রা আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা দু’দেশের মধ্যে বাণিজ্য, শিপিং, সমুদ্রসীমা ও বিমান সংযোগ সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভ্রমণ সময় ও খরচ কমবে।

তিনি স্মরণ করেন, এক দশক আগে এয়ার এশিয়ার মাধ্যমে চট্টগ্রাম ও থাইল্যান্ডের জনপ্রিয় শহর চিয়াং মাইয়ের মধ্যে চালু হওয়া একটি ফ্লাইট দুই দেশের পর্যটনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল।

বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূস থাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের নেতৃত্ব নতুন গতি সৃষ্টি করবে।

এছাড়া, তিনি থাই বিনিয়োগকারীদের আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান এবং রেল, সড়ক, সমুদ্র ও বিমান যোগাযোগ উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার ওপর গুরুত্বারোপ করেন।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, উপযুক্ত শর্তে বাংলাদেশ থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সড়ক প্রকল্পে অংশ নিতে আগ্রহী।

সায়মা ইসলাম

×