
ছবি: সংগৃহীত
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের জনপ্রিয় ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান ‘খেলাযোগ’-এ আলোচনায় উঠে এসেছে দেশের দুই প্রভাবশালী ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তা। আলোচকরা বলেন, এই বার্তাগুলো যেন জাতির উদ্দেশ্যে লেখা বড় এক ফর্দ—যেখানে ব্যক্তিগত মতের চেয়ে বড় হয়ে উঠেছে জাতীয় দায়বদ্ধতার প্রশ্ন।
বিশেষভাবে আলোচনায় উঠে আসে মাশরাফি বিন মর্তুজার ভূমিকা। ৪ আগস্ট, যখন সারাদেশে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ গণআন্দোলনে সরব, তখন মাশরাফি যদি তাদের কাতারে এসে দাঁড়াতেন—তবে সেটি হতো এক অনন্য নজির। অনুষ্ঠানে মন্তব্য করা হয়, “ঐ সাহসটুকু যদি তিনি দেখাতেন, পলিটিক্যাল ম্যাচুরিটির এক অনন্য উদাহরণ হতেন তিনি। মাশরাফি তো এমনিতেই বাংলাদেশে একটি ‘ক্রেজ’, যার প্রায় কোনো হেটারস নেই। তিনি যদি সেই মুহূর্তে কথা বলতেন, নিশ্চিতভাবেই ‘হিরো’ হয়ে যেতেন।”
অনুষ্ঠানে আরও বলা হয়, “মহাকাল তাকে ডাকছিল, কিন্তু তিনি সেই ডাকের জবাব দেননি।” এমন মন্তব্য মাশরাফির সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সাকিব ও মাশরাফির মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন সময়ের ভূমিকা সাধারণ মানুষের কাছে গভীর প্রভাব ফেলে। তাই তাদের নীরবতা কিংবা সক্রিয়তা—দুটিই জনমনে বড় বার্তা দেয়, এমনটাই উঠে এসেছে ‘খেলাযোগ’-এর আলোচনায়।
আবীর