
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমী প্রার্থীদেরকে ৩০০ আসনে মনোনয়ন দিতে পারি।"
তিনি আরও উল্লেখ করেন, "ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্কটি হবে শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। যদি কেউ এই সম্পর্কের মধ্যে ডমিনেট করার চেষ্টা করে, তবে আমরা সেই চোখ রাঙানি আর সহ্য করবো না। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে রাষ্ট্রগুলো একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করবে।"
সারজিস আলম বলেন, "বিগত এক যুগ ধরে আমরা বাংলাদেশের ওপর ডমিনেন্স অনুভব করে এসেছি, তবে আমরা বিশ্বাস করি, এই সমতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আশা করি, ভবিষ্যতে ভারত, চায়না, আমেরিকা, রাশিয়া বা বিশ্বের অন্য যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।"
এতে তিনি আরও বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে এমন, যাতে কোনো দেশ অন্য দেশকে আধিপত্য করার চেষ্টা না করে, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমতার ভিত্তিতে সকল সম্পর্ক গড়ে উঠবে।"
মারিয়া