ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

স্বাস্থ্যসেবায় বাংলাদেশের পাশে চীন, বাংলাদেশ পাবে ২৫০ মিলিয়ন ডলারের অনুদান

প্রকাশিত: ১৭:৪৬, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪৭, ৪ এপ্রিল ২০২৫

স্বাস্থ্যসেবায় বাংলাদেশের পাশে চীন, বাংলাদেশ পাবে ২৫০ মিলিয়ন ডলারের অনুদান

প্রতীকী ছবি

বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর একসময় চিকিৎসার হাব হয়ে উঠেছিল ভারত। কলকাতা, চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরুতে চিকিৎসা নিতে যেতেন বাংলাদেশি রোগীরা। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা সীমিত করে মোদি সরকার।

এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। চীনের কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা অগ্রাধিকার দেয়ার ঘোষণা দিয়েছে উন্নয়ন সহযোগী এই দেশটি। এরই মধ্যে গত ১০ মার্চ চিকিৎসা পেতে চীন রওনা হন একদল বাংলাদেশি।

প্রধান উপদেষ্টার চীন সফরের পর ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জটিল রোগের চিকিৎসায় মানুষ সবসময়ই বিদেশনির্ভর। তবে দেশেই সব রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ তাদের।

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান জানান, বিকল্প দেশ নয়, বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

এছাড়া, বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে চীনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার অনুদান দেবে চীন, যার মধ্যে ১৫০ মিলিয়ন কারিগরি সহায়তা ও ১০০ মিলিয়ন বরাদ্দ থাকবে হাসপাতালের জন্য।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=-1_5J5Ud-L0

রাকিব

×