
ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলায় ভিটিকান্দি ইউনিয়ন ইউপি সদস্য (মেম্বার) আবুল কালাম আকাশ ওরফে ডেভিল আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মাছিমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার(০৪ এপ্রিল) সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আগস্টের পটপরিবর্তনের পর থেকে আকাশ মেম্বার বেপরোয়া হয়ে উঠেন। চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতার ভাটা থেকে ইট লুট ও গোমতী নদী দিয়ে চলাচলকারী বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। এছাড়াও ২০২২ সালে মানিককান্দিতে যুবলীগ নেতা জহির হত্যা মামলা ও ২০১৩ সালে ভিটিকান্দিতে ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামি আকাশ মেম্বার।
এলাকাবাসীদের দাবি, আওয়ামী লীগ আমলে দলটির নেতাদের সঙ্গে আতাত করে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন আকাশ। আওয়ামী প্রভাব বিস্তার করে ইউপি সদস্যও নির্বাচিত হন তিনি।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ভিটিকান্দি ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) আবুল কালাম আকাশ একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে। শুক্রবার(০৪এপ্রিল) সকালে তাকে কুমিল্লা আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শামীম রায়হান/মেহেদী হাসান