
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান লাঙ্গলবন্ধে আজ শুক্রবার (৫ই এপ্রিল) দিবাগত রাত ২.৫৪ মিনিট হতে শুরু হচ্ছে মহা অষ্টমী স্নান।
উৎসবেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য পূর্ণ করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্যাপক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে।
গতকাল সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও অনুষ্ঠান সফল করতে লাঙ্গলবন্ধ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা প্রাশাসক, ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পুলিশ সূত্র জানায়, লাঙ্গলবন্ধ অষ্টমী স্নান উৎসবকে সফল করতে অন্তত ৫০০০ পুলিশ মোতায়ন করা হয়েছে। সেই সাথে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
লাঙ্গলবন্দে পুলিশ সদস্য ছাড়াও র্যাব ১১, কোস্টগার্ড, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ -এর কর্মকর্তারা অবস্থান গ্রহণ করেছেন। আগত পূর্ণার্থীদের নিরাপত্তা জোরদার করতে জেলা ও উপজেলা প্রশাসন ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে লাঙ্গলবন্ধ প্রাঙ্গনে উপস্থিত রয়েছে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা প্রদানকারী যানবাহন।
লাঙ্গলবন্ধ মহা অষ্টমী স্নান শুক্রবার দিবাগত রাত ২:৫৪ মিনিট থেকে শুরু করে শনিবার দিবাগত রাত ১২:৫১ মিনিট পর্যন্ত চলমান থাকবে।
উল্লেখ্য, উক্ত স্নানে সারা দেশ ও বিদেশের অন্তত ১০ লাখ পুণ্যার্থী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
মেহেদী হাসান