ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

পদ্মা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২৮ হাজার যান পারাপার, ২ কোটি ৬৮ লাখ টাকার টোল আদায়

প্রকাশিত: ১৭:০১, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৮, ৪ এপ্রিল ২০২৫

পদ্মা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২৮ হাজার যান পারাপার, ২ কোটি ৬৮ লাখ টাকার টোল আদায়

ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ কাটিয়ে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এর ফলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গত কয়েক দিন ধরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। যদিও আজ শুক্রবার ছুটির দিন, তবুও অনেকেই বাড়ি থেকে ফিরে কর্মস্থলে যাচ্ছেন, কারণ শনিবার থেকে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাচ্ছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজারেরও বেশি যান পারাপার হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে, এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। তবে, গত শুক্রবার ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল বেশি, তখন ৪ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছিল এবং প্রায় ৪০ হাজার যান পারাপার হয়েছিল।

এদিকে, কর্তৃপক্ষের মতে, ঈদের লম্বা ছুটির কারণে কোনো হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়নি। যদিও যানবাহনের সংখ্যা বেড়েছে, তবে টোল প্লাজায় বিশেষ চাপ পরিলক্ষিত হয়নি। মোটরসাইকেল চালকরা চৈত্রের দাবদাহ সত্ত্বেও আনন্দ ও উল্লাসে যাত্রা করছেন।

অনেক কর্মী এই ঈদকে আলাদা হিসেবে অনুভব করছেন। তাদের মতে, এইবারের ঈদ ছিল বিশেষ কারণ এত লম্বা ছুটি তারা কখনোই পাননি। টানা নয় দিনের ছুটি বা এর চেয়েও বেশি ছুটি কাটানোর ফলে তারা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছেন, যা তাদের আনন্দের মাত্রা বাড়িয়েছে।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আটটি টোল প্লাজার লেন চালু রাখা হয়েছে, এবং নয়টি টোল বুথ পুরোপুরি খোলা রয়েছে। এছাড়া, মোটরবাইকগুলোর জন্যও দুটি লেন রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার যাত্রা আরও সুশৃঙ্খলভাবে চলছে, এবং পদ্মা সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।


সূত্র: https://www.youtube.com/watch?v=PHacemDCVnQ

আবীর

আরো পড়ুন  

×