ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ বাস কাউন্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৮, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:০০, ৪ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ বাস কাউন্টারকে জরিমানা

ছবি: সংগৃহীত

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জের চারটি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন। ঈদের পরে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাদের জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আফিফান নজমু জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু ইসলাম/রাকিব

আরো পড়ুন  

×