
ছবি: সংগৃহীত
ঢাকায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে তার এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পিংকি আক্তার অভিযোগ করেন, গত ২ এপ্রিল পরীমণির বাসায় তার এক বছরের মেয়েকে খাবার খাওয়ানোর সময় পরীমণি তাকে মারধর করেন। তিনি জানান, বাচ্চাকে দুধ খাওয়ানোর কারণে পরীমণি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্রমাগত থাপ্পড় মারেন, যার ফলে তার বাম চোখে আঘাত লাগে এবং তিনি কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে যান।
পিংকি আরও বলেন, মারধরের পর তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে, তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় ভাটারা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পিংকি আক্তার জানিয়েছেন, তিনি পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবেন।
আবীর