
ছবি: সংগৃহীত
ঢাকার বাজারে গত বছরের তুলনায় এবার পণ্যের দাম অনেকটাই কমেছে, যা নিয়ে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। এক ক্রেতা বলেন, "গত বছর রমজানে কিছু পণ্যের দাম ছিল অত্যন্ত উচ্চ, যেমন পেঁয়াজ ছিল ৪০০ টাকা কেজি, কাঁচামরিচ ছিল ৩০০ টাকা কেজি। কিন্তু এবার পেঁয়াজের দাম ৩০-৫০ টাকায় চলে এসেছে, আর কাঁচামরিচও ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া ভেবেছে পেঁয়াজ না দিলে, আমরা না খেয়ে মরবো। তোদের পেঁয়াজ তোরা খা।"
তিনি আরও জানান, "এমন কম দামে বাজার হওয়া সত্যিই আনন্দের। ঈদের সময়ও দাম অনেক কম ছিল, যা গত ১৫ বছর ধরে এত কম হয়নি।"
তবে তিনি কিছু পণ্যের দাম নিয়ে আলোচনা করেছেন। "তরমুজ এবং লেবুর দাম কিছুটা বেশি ছিল, কিন্তু আমাদের সমস্যা নেই। আমরা ১০০ টাকা খরচ করলেও খেতে পারি, কারণ বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে।"
এছাড়া, তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার অভিমত প্রকাশ করেন। "ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ ভালোমতো পরিচালিত হচ্ছে। তার মতো নেতার প্রয়োজন ছিল, কারণ তিনি গরীব মানুষের জন্য কাজ করছেন।"
এই ক্রেতার মতে, কৃষকরা যদি যথাযথভাবে উৎপাদন করতে পারেন, তাহলে দেশে স্বয়ংসম্পূর্ণতা আসবে। "আমরা বাঙালিরা যদি নিজের উৎপাদন বাড়াতে পারি, তাহলে অন্য দেশের পণ্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই," বলেন তিনি।
এভাবে, ঢাকা শহরের বাজারে দাম কমার কারণে ক্রেতারা বেশ সন্তুষ্ট, আর তারা আশা করছেন, এমন সাশ্রয়ী মূল্যায়ন বজায় থাকবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=bBiLHBe4ciE
আবীর