
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আল আমিন মাঝি (৩৫) কে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলার চরবংশী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ কর্মী আল আমিন মাঝি (রফিক মাঝির ছেলে) রাতের অন্ধকারে কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে উঠে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আল আমিনকে আটক করে নির্মমভাবে পিটুনি দেন। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "স্থানীয়রা আল আমিনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে এখন পর্যন্ত কিশোরী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যুবলীগ থেকে তার বহিষ্কার দাবি করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, রাজনৈতিক পরিচয় দিয়ে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, কিশোরীর পরিবার যদি অভিযোগ দায়ের করে, তাহলে দ্রুত তদন্ত শুরু করা হবে।
এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং শিশু-কিশোরীদের সুরক্ষায় কঠোর পদক্ষেপের দাবি জানায়েছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা।
আবীর