
ছবি: সংগৃহীত
নওগাঁর রাণীনগরে শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) অনুষ্ঠিত হলো "রাইডো ৭.৫ মিনি ম্যারাথন ২০২৫"। প্রতিযোগিতাটি তরুণ সমাজকে স্বাস্থ্যসচেতন করতে এবং দৌড় প্রতিযোগিতার প্রতি আগ্রহী করতে আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চার শতাধিক প্রতিযোগী।
সকাল ৬:৩০ টায় রাণীনগরের রেইলগেট থেকে শুরু হওয়া এই ম্যারাথন ৭.৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় যথাস্থানে এসে সমাপ্ত হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা নিজেদের ফিটনেসের পরীক্ষা দিতে উচ্ছ্বাসের সঙ্গে দৌড়ান।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দৌড়প্রেমী অংশ নেন। স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত এই ম্যারাথনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি: মোহাম্মদ আব্দুল আউয়াল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ। প্রধান পৃষ্ঠপোষক: ডাঃ রাফিউল করিম রাফি ব্যবস্থাপনা পরিচালক, ডক্টরস এগ্রো-ভেট লিমিটেড। বিশেষ অতিথি: এস এম রেজাউল ইসলাম। যুগ্ম আহবায়ক, নওগাঁ জেলা বিএনপি। ইসহাক আলী সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি। মোঃ মোশারাব হোসেন সাধারণ সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি। হাফিজ মোঃ রায়হান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাণীনগর থানা, নওগাঁ। মোঃ মিরাজুল ইসলাম, রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ। বিশেষ অতিথি: মোঃ শাহেদুজ্জামান সিরাজ বিজয় ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক উত্তর কোন, বগুড়া।ইবনু সাব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাণীনগর, নওগাঁ।মেজবা-উল-হক লিটন সাংগঠনিক সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি।সম্মানিত অতিথি: আইরিন খাতুন সাফ বিজয়ী ফুটবলার: এসএমটি চ্যাম্পিয়নশিপ। মিডফিল্ডার, বাংলাদেশ মহিলা ফুটবল টিম। মোঃ এনামুল হক সাবেক স্ট্রাইকার, জাতীয় ফুটবল দল ও প্রতিষ্ঠাতা, নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমী। চেয়ারপারসন: মোঃ রকিবুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাণীনগর, নওগাঁ।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ডাঃ রাফিউল করিম রাফি বলেন, "এই ম্যারাথনের মাধ্যমে আমরা তরুণ সমাজকে শারীরিকভাবে সুস্থ থাকতে উদ্বুদ্ধ করতে চাই। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করা হবে।"
বিশেষ অতিথি মোঃ শাহেদুজ্জামান সিরাজ বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে রাণীনগরের মতো এলাকায় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় প্রতিভাবানরা জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে পারবে।”
সম্মানিত অতিথি সাফ বিজয়ী ফুটবলার আইরিন খাতুন বলেন,“আমরা চাই, প্রতি বছর নিয়মিতভাবে এই ম্যারাথন অনুষ্ঠিত হোক এবং আরও বড় পরিসরে আয়োজন হোক।”
মোঃ এনামুল হক সাবেক জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার বলেন, এই ধরনের আয়োজন তরুণদের মাদক, অপরাধ এবং অনৈতিক কাজ থেকে দূরে রাখে। বরং তারা সময় কাটায় মাঠে, খেলাধুলায় এবং ইতিবাচক চর্চায়। এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক দিক।
ম্যারাথন শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পলাশ সেখ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আমির হোসাইন আমু এবং সাইমন সিয়াম।
এই আয়োজনকে কেন্দ্র করে রাণীনগরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রতিযোগীদের উচ্ছ্বাস ও স্থানীয় জনগণের ব্যাপক সাড়া দেখে আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।
আবীর