
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় তিনটি কাটনে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০ টারদিকে পলিথিনে মোড়ানো একটি খন্ড বিশেষ কুকুরকে টানাটানি করতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাতে মানুষের অস্তিত্ব খুঁজে পায়।
স্থানীয় লোকজন পুলিশকে জানালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করে। তবে কে বা কারা এটি এখানে ফেলে গেছে কেউ বলতে পারছেনা। ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা হতে খণ্ডিত লাশটি এখানে ফেলে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন।
মেহেদী হাসান