ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

মোদির সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন ড. ইউনূস

প্রকাশিত: ১৪:৩৪, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:১৩, ৪ এপ্রিল ২০২৫

মোদির সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

 

আজ (শুক্রবার) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে, অধ্যাপক ইউনূস মোদির কাছে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি উত্থাপন করেছেন।

প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ এবং গঠনমূলক ছিল। তিনি বলেন, "ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা সব বিষয়ই তুলে ধরেছেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে উসকানিমূলক বক্তব্য, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং তিস্তা চুক্তি অন্তর্ভুক্ত ছিল।"

ব্যাংককের সাংরিলা হোটেলে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের পর আজ দুপুরে দুই দেশের শীর্ষ নেতারা এই দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এটি ছিল অধ্যাপক ইউনূসের দায়িত্ব গ্রহণের পর মোদির সঙ্গে প্রথম বৈঠক।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা উত্তেজনার মধ্যে থাকলেও, আজকের বৈঠকটি দু'দেশের সম্পর্কের জন্য ইতিবাচক ফল প্রদান করেছে।

বৈঠকের আগে গতকাল (বৃহস্পতিবার) বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত একটি নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এই নৈশভোজের আয়োজন করেছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

অধ্যাপক ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল ব্যাংকক পৌঁছান এবং সম্মেলনে বাংলাদেশ ইতিমধ্যেই পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।

কানন

আরো পড়ুন  

×