
ছবিঃ সংগৃহীত
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, ‘এ বৈঠকে আমাদের সাথে স্বার্থসংশ্লিষ্ট যতগুলো পারস্পরিক ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। যেমন, শেখ হাসিনা ফিরে আসা সম্পর্কে কথা হয়েছে, সীমান্ত হত্যা নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এটা মেতাদোত্তীর্ণ হওয়ার পরে আবারও নতুন করে চুক্তি করার ব্যাপারে কথা হয়েছে। বৈঠকটি খুবই গঠনমূলক ও ফসপ্রসূ হয়েছে।’
মুমু