
ছবি: সংগৃহীত।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল আলম জানান, "বাংলাদেশ ও ভারত দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ এবং গঠনমূলক ছিল। উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। এছাড়া, সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
এছাড়া, এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।
২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে এ বৈঠকটি ছিল উল্লেখযোগ্য।
সূত্র: বাসস
নুসরাত