
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাফল্য, দেশের সার্বিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে কথা বলেন। তিনি জনগণের আস্থাকে ধরে রাখাকে সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।
রিজওয়ানা হাসান বলেন, "মানুষ এখনো আশাটা আমাদের উপরে রেখেছে এবং আমাদের কাছে তাদের অনেক কিছু প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটাতে আমরা যে তাদেরকে হতাশ করছি না, আমরা তাদের কথা শুনছি, তার জন্য তাদের প্রত্যাশাটা একই জায়গাতে আছে। আমি মনে করি একটা সরকারের জন্য এটা একটা অনেক বড় পাওয়া।"
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।
"যে প্রেক্ষাপটে আপনাদের এই সরকারটি দায়িত্ব নিল, সম্ভবত সেই প্রেক্ষাপটের কারণে মানুষের প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। সেইসব বিবেচনায় আপনাকে যদি সামগ্রিকভাবে এই সাত মাসের সরকারের সবচেয়ে বড় সফলতার কথা বলি, আপনি কোনটিকে বলবেন?"
উপস্থাপকের এমন প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, "আমি বলব জন আস্থাটাকে ধরে রাখা। আমি কোন সেক্টরাল উদাহরণ দিব না। কিন্তু মানুষ যে এখনো আশাটা আমাদের উপরে রেখেছে এবং আমাদের কাছে তাদের অনেক কিছু প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটাতে আমরা যে তাদেরকে হতাশ করছি না, আমরা তাদের কথা শুনছি, তার জন্য তাদের প্রত্যাশাটা একই জায়গাতে আছে। আমি মনে করি একটা সরকারের জন্য এটা একটা অনেক বড় পাওয়া।"
ব্যর্থতার কথাও জানালেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, "ব্যর্থতা অনেক জায়গাতে আছে। তবে একটা সাত মাসের সরকারকে যেটা নিয়মিত সরকার না। যার কোন দল নেই, যার কোন কর্মীবাহিনী নেই, যার প্রশাসনে বিচার বিভাগে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব লোক নেই। তাকে সাত মাসে বিচার করা এবং ব্যর্থতার কথা বলাটা এটা আমার মনে হয় যে একটু বেশি আগবাড়িয়ে বলা।"
তিনি আরও যোগ করেন, "তবে মানুষের প্রত্যাশার কিছু জায়গা আমরা এখনো সেভাবে পূরণ করতে পারিনি। সেগুলো তো অবশ্যই চিহ্নিত করা যায়। সে প্রত্যাশা সব সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টা তো আমরা এখনো পাইনি এবং এক্সজস্ট করিনি। তবে মানুষের বা আপনি যদি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া দেখেন, মানুষ আইনশৃঙ্খলা নিয়ে একটা টেনশনের কথা বলে। আমি মনে করি যে আইনশৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগটা, এটা এখনো কাটেনি। তবে প্রাথমিক পর্যায়ে যেরকম ছিল, সেখানে থেকে কিন্তু আমরা অনেকদূর এগিয়ে এসেছি।"
সূত্র:https://tinyurl.com/bddzbdf8
আফরোজা