ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নকশা অনুযায়ী বাড়ি না বানালে বন্ধ করে দেয়া হচ্ছে বিদুৎ -পানি :রাজউক চেয়ারম্যান

প্রকাশিত: ১৩:১৮, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২৭, ৪ এপ্রিল ২০২৫

নকশা অনুযায়ী বাড়ি না বানালে বন্ধ করে দেয়া হচ্ছে বিদুৎ -পানি :রাজউক চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবার নকশাবহির্ভূত ও অবৈধ ভবন নির্মাণ রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। সংস্থাটির নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, অনুমোদিত নকশা ছাড়া নির্মাণকারী ভবনগুলোর বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করা হচ্ছে। পাশাপাশি, বেদখল হওয়া জমি উদ্ধার এবং দুর্নীতি দমনেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।  

 


রিয়াজুল ইসলাম বলেন, "যেসব ভবন নির্মাণ চলমান রয়েছে কিন্তু নকশা লঙ্ঘন করছে, সেগুলোর কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আগে শুধু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতো, কিন্তু এখন মিটার সিল করা হচ্ছে। পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকেও সহায়তা নেওয়া হচ্ছে।" তিনি দাবি করেন, এই পদক্ষেপের ফলে অনেক নির্মাণকারী রাজউকের কাছে সমাধান চাইতে আসছেন।  

 

 


রাজউকের দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, "ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা স্বচ্ছতা আনার চেষ্টা করছি।"  
এছাড়া, বেদখল হওয়া জমি উদ্ধারে একটি কমিটি গঠন করা হয়েছে। রিয়াজুল ইসলাম বলেন, "কাগজে-কলমে আমাদের জমি থাকলেও বাস্তবে অনেকটাই দখলে। সেগুলো উদ্ধারের জন্য একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।"

 

 


রাজউকের ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে চলমান বিতর্কের সমাধানেও কাজ করছে সংস্থাটি। চেয়ারম্যান জানান, সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।  

সূত্র:https://youtu.be/JcovotuVdyg?si=l6D2H8eMXvWd-2LB

আঁখি

×