ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

৯৬ এ হাসিনা জনগণের কাছে মাফ চেয়েছিল: অধ্যাপক দিলারা চৌধুরী

প্রকাশিত: ১১:৫৩, ৪ এপ্রিল ২০২৫

৯৬ এ হাসিনা জনগণের কাছে মাফ চেয়েছিল: অধ্যাপক দিলারা চৌধুরী

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী এক আলোচনায় মন্তব্য করেছেন যে ১৯৯৬ সালে শেখ হাসিনা জনগণের কাছে মাফ চেয়েছিলেন।

তিনি বলেন, “ছাত্ররা যেটা বলছে, আমি সেটার সঙ্গে একমত। আওয়ামী লীগের এখানে রাজনীতি করার কোনো অধিকার নেই। অনেকে বলেছে, বিএনপির ভেতর থেকেও অনেকে এই ব্যাপারে হতাশা প্রকাশ করেছে। সত্যি বলতে, বিএনপির ভূমিকা আমাকে হতাশ করেছে। বিএনপি বলছে, ‘আমরা তাকে একবার বিরোধী দলে নিয়ে যাবো, তারপর দুই বছর পর বিদায় করে নতুন কাউকে বসিয়ে দেবো।’ যদি বিএনপি এটা বিশ্বাস করে, তাহলে আমার কিছু বলার নেই।"

তিনি আরও বলেন, “এই যে প্রচেষ্টা চলছে, এটা দেখলে প্রশ্ন ওঠে—ঐতিহ্যবাহী দল বলে দাবি করে, কিন্তু কীসের ঐতিহ্য? ১৯৭০ পর্যন্ত হ্যাঁ, তারা বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। কিন্তু ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত তাদের কী ভূমিকা ছিল? ৩০ হাজার না ৪০ হাজার মানুষ হত্যার পর বাকশাল প্রতিষ্ঠা করেছে। এরপর ১৯৯৬ সালে শেখ হাসিনা জনগণের কাছে মাফ চেয়েছিলেন। তবে নির্বাচনের আগে মাফ চেয়ে ক্ষমতায় এলেও তিনি তখন বেশি কিছু করতে পারেননি, কারণ তখন বিএনপি সংসদে ১২০টি আসন পেয়েছিল।”

২০০৯ সাল থেকে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বাংলাদেশকে ‘সম্পূর্ণভাবে পঙ্গু’ করে দেওয়ার চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদকে সমর্থন করেছেন এবং শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনেছেন।           

নুসরাত

×