ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৫৭, ৪ এপ্রিল ২০২৫

দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা

আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করাই আমাদের প্রধান লক্ষ্য। সংবিধান ও জনগণের প্রত্যাশা পূরণ করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে আমাদের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ ক্রমাগতভাবে তাদের অধিকার হারাতে দেখেছে। প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, নাগরিক অধিকার পদদলিত হয়েছে। প্রায় দু-হাজার তরুণ, যুবক ও শিশুর প্রাণের বিনিময়ে জনগণ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ যেন নতুনভাবে জেগে উঠেছে।’

তিনি বলেন, ‘কেউ কেউ আমাদের জনসংখ্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে, কিন্তু আমরা এটিকে সম্ভাবনা হিসেবেই দেখি। আমরা বিমসটেক সচিবালয় হোস্ট করে এর শক্তি ও সম্ভাবনা কাজে লাগাতে চাই।’

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে, এটি পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতা তৈরি করার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিমসটেক এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর স্থাপন করা যেতে পারে, যাতে ক্ষুধা ও গৃহচ্যুতি ঠেকানো যায়।

মুমু

×