ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

‘থ্রি জিরো’র বিশ্ব গড়তে চায় বাংলাদেশ: বিমসটেকে প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১:২৮, ৪ এপ্রিল ২০২৫

‘থ্রি জিরো’র বিশ্ব গড়তে চায় বাংলাদেশ: বিমসটেকে প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি  'থ্রি জিরো' (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নির্গমন) বিশ্ব গঠনের লক্ষ্য তুলে ধরেন। শুক্রবার (৪ এপ্রিল) তিনি বলেন, বিমসটেক অঞ্চল, যেখানে বিশ্বের ২০% জনগোষ্ঠী বসবাস করে, চ্যালেঞ্জ থাকলেও এখানে সুযোগের বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি সমতা, পারস্পরিক সম্মান ও অভিন্ন কল্যাণভিত্তিক সহযোগিতার ওপর জোর দেন।  


ড. ইউনূস জানান, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে সুদূরপ্রসারী সংস্কার বাস্তবায়ন করছে। তিনি দুর্নীতি দমন এবং অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এছাড়া, বিমসটেক অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধিতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।  

 


জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনীয় সংস্কার শেষে তা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা ইস্যুতে তিনি সতর্ক করেন, এই সংকত অঞ্চলজুড়ে অস্থিরতা ছড়াতে পারে। তিনি বিমসটেককে মিয়ানমারের সাথে কার্যকর সংলাপ গড়ে তুলতে এবং ২০২৫ সালে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।  

 


ড. ইউনূস যুবসমাজের সম্ভাবনা কাজে লাগানো, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যে প্রয়োগ, এবং জলবায়ু সংকট মোকাবিলায় বহুস্তরীয় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।  

 

আঁখি

×