
জুলাই গণঅভূত্থানের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের একটি বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দেয় খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিভ্রান্তি তৈরি হয়।
জেলা জামায়াতের সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়- বিশেষ অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের পর থেকে ‘রাজাকার’ আর কোনো গালি নয়, বরং যারাই এই রাজাকার শব্দের অপপ্রয়োগ করতে চাইবে তারাই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের শক্রু ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিবন্ধক।’
বৃহস্পতিবার রাতে জনকণ্ঠের কাছে তথ্য ভুলের বিষয়টি স্বীকার করে খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন, বাস্তবে এমন কোনো বক্তব্য দেননি সাদিক কায়েম।
তিনি বলেন, সাদিক কায়েম ভাই অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য জেলা জামায়াতের সাংবাদিকদের গ্রুপে ভুলভাবে প্রকাশ করা হয়েছে। সাদিক কায়েম সে অনুষ্ঠানে এমন কোনো বক্তব্য দেননি। আমরা সংবাদটির সংশোধনী দিব।
সাদিক কায়েম জনকণ্ঠকে বলেন, আমার বক্তব্যের মধ্যে এই রকম কোন স্টেটমেন্টই ছিলো না। আমি আজ সারাদিন এলাকার মিটিং এ ছিলাম এরমধ্যে প্রত্রিকার রেফারেন্স দিয়ে ভয়াবহ বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছে আমার বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, 'সম্প্রতি কিছু ফটোকার্ডে আমার বক্তব্যের ভুল উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং অন্যান্যদের অবহিত করায় তারা ফটোকার্ডটি সরিয়ে নিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হল, এখনো এই বিভ্রান্তিকর তথ্য জনসাধারণের মাঝে হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ছড়ানো হচ্ছে।
আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের ভুল সংবাদ প্রকাশের আগে যথাযথ সত্যতা যাচাই করা হবে। সঠিক তথ্য পরিবেশনই গণমাধ্যমের দায়িত্ব, এবং আমরা সকল সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানাই।'
ফুয়াদ