ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ, ‘আমরা যাচাই বাছাই করছি’ বললেন প্রেস সচিব

প্রকাশিত: ২১:১৬, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৭, ৩ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ, ‘আমরা যাচাই বাছাই করছি’ বললেন প্রেস সচিব

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। নতুন শুল্ক হার অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতে মার্কিন ক্রেতাদের জন্য বাংলাদেশি পোশাকের দাম বাড়বে এবং দেশটির বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এমন নতুন করে শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেক সম্মেলনে অংশ নিতে বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আছেন।

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম থাইল্যান্ডে বসে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে।

যুক্তরাষ্ট্রের শুক্লারোপ বিষয়ে তিনি আরও বলেন, 'আমরা এটা যাচাই-বাছাই করছি এবং সে অনুযায়ী আমরা এমন পদক্ষেপ নিচ্ছি, যাতে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা মনে করি।'

শফিকুল আলম আরও বলেন, 'এই বিষয়টি নিয়ে আমরা তাদের সাথে এমন একটা সমাধানে যাব, যাতে দুই পক্ষের জন্যই বিষয়টি উইনিং হয়।'

এছাড়া, ভবিষ্যতে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে যুক্তরাষ্ট্রের সাথে আনুষ্ঠানিক আলোচনা করা হবে উল্লেখ করে দুই পক্ষের জন্যই মঙ্গলজনক সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব শফিকুল আলম।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=pidYAt79o8I

রাকিব

×