ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় বিশ্ব চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২০:৫৮, ৩ এপ্রিল ২০২৫

ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় বিশ্ব চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় বিশ্ব চ্যাম্পিয়ন। তারা মিথ্যা সংবাদ ও গুজব প্রচারে সবচেয়ে এগিয়ে। কিছু নির্দিষ্ট গণমাধ্যমের কাজই হলো গুজব ছড়ানো। আমাদের উচিত সঠিক তথ্য দিয়ে এসব গুজব প্রতিহত করা।”

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

‘পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাহাড়ের সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি, আর দ্বিতীয় সমস্যা দুর্নীতি। এখানকার বেশিরভাগ সহিংসতার মূল কারণ চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ করতে না পারলে কখনোই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি বলেন, “পাহাড়ে অবৈধ অস্ত্র যত দ্রুত সম্ভব নিষ্ক্রিয় করতে হবে। পাহাড় বা সমতল—কোনো জায়গাতেই অবৈধ অস্ত্র গ্রহণযোগ্য নয়। ৫ আগস্টের ঘটনায় অনেক থানা লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে পারলেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে, তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, সে যত বড় পদেই থাকুক বা যত দামি পোশাকই পরুক।”

সায়মা ইসলাম

×