ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আগস্ট বিপ্লবের পর মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার: মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, রামগতি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯:৪৩, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৩, ৩ এপ্রিল ২০২৫

আগস্ট বিপ্লবের পর মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার: মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

"বিগত সতের বছর ধরে ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য এমন কোন হীন কাজ নেই যা বিগত পতিত সরকার করেনি। তারা চেয়েছে মাদ্রাসা শিক্ষা যেনো বন্ধ হয়ে যায়। শিক্ষকদের কণ্ঠরোধ করা হয়েছে। আলেম ওলামকে ফাঁসি দেওয়া হয়েছে। মাদ্রাসা বন্ধের সব প্রচেষ্টা করা হয়েছে। ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আগস্ট বিপ্লবের পর মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। ইবতেদায়ী শিক্ষা জাতীয়করণ ও এমপিওভুক্তকরনের কাজ চলমান রয়েছে।" লক্ষ্মীপুরের রামগতিতে রব্বানীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৭৮বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক।

বৃহস্পতিবার, ৩ এপ্রিল অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাবেক মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদাসার (টঙ্গী) অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান, রামগতি-কমলনগর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এআর হাফিজ উল্লাহ, ঢাকাস্থ আইনজীবী ফোরামের সভাপতি আবুল কালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মো শাহ শফিকুল্ল্যাহ, ঢাকাস্থ রামগতি সমিতির সভাপতি জসিম উদ্দিন, উপাধ্যক্ষ শামছুল হুদাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড. মিনহাজ উদ্দিন, তাওহীদ তারেক, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. সাইফ উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে মিঞা মো. নূরুল হক আরো বলেন, স্কুল-কলেজ পর্যায়ে বহু প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলেও মাদ্রাসা শিক্ষা এমপিওভুক্ত পর্যন্ত করা হয়নি। বরং একটা প্রজ্ঞাপন করে এমপিওভুক্ত করা হবেনা বলে ঘোষণা করা হয়েছে। এখন এমপিওভুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ, কারিগরি শাখা চালু, উপবৃত্তি, জেলায় জেলায় এমটিআই, বিভাগীয় পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করার প্রক্রিয়া চালু হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার কাজ চলছে। মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা, সভা, সেমিনার অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা চলছে।

"মনের সাথে মন মিলিয়ে, প্রাণের সাথে প্রাণ, সবাই মিলে গাইবো মোরা, ভালোবাসার গান"- এমন স্লোগানকে ধারণ করে এ পুনর্মিলনীতে মাদ্রাসার সাবেক ও বর্তমানের প্রায় দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে সাবেক শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদানসহ ইসলামী সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 

আবীর

×