
ছবি: সংগৃহীত।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। মূলত প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করার পরই এটি আলোচনায় আসে। শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যায়, ড. ইউনূস ও মোদি পাশাপাশি বসে আছেন।
শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেছেন যে, ছবিগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা হয়েছে।
একই ছবি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। তিনি ছবির ক্যাপশনে রসিকতার সুরে লেখেন, "এসব ছবি প্রচার করে হৃদরোগীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবেন না।"
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে তিনি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই তাকে স্বাগত জানান।
সায়মা ইসলাম