
ছবিঃ সংগৃহীত
বিমসটেক ইয়াং জেনারেশন ফোরামের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
বিমসটেক সম্মেলনের ইয়াং জেনারেশন ফোরামে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমসটেকের মূল সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সেখানে বাণিজ্য চুক্তি, বঙ্গোপসাগরের নিরাপত্তা, এবং আঞ্চলিক সহযোগিতা—এসব বিষয় গুরুত্ব পেতে পারে।
এছাড়া, এবারের সম্মেলনে বাংলাদেশ নেতৃত্বের দায়িত্ব নিতে যাচ্ছে। তাই প্রধান উপদেষ্টার বক্তব্যে এই দায়িত্ব গ্রহণের বার্তাও উঠে আসতে পারে।
আগামীকাল বিমসটেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ বিমসটেকের সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন।
আজ দ্বিতীয় দিনের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন তৌহিদ হোসেন। তিনি উল্লেখ করেছেন যে বিমসটেকের জন্য একটি আলাদা বাণিজ্য চুক্তি দরকার। পাশাপাশি, সমুদ্র ব্যবহার সংক্রান্ত একটি চুক্তির প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন। বঙ্গোপসাগরকে আরও নিরাপদ করা এবং এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে কার্যকরভাবে ব্যবহার করার বিষয়টিও আলোচনায় এসেছে।
আজকের আলোচনায় আগামীকাল বিমসটেক শীর্ষ সম্মেলনের এজেন্ডাগুলো নির্ধারণ করা হয়েছে।
ড. ইউনূস আজকে বিমসটেক ইয়াং জেনারেশন ফোরামের তরুণ উদ্যোক্তা সম্মেলনে অংশ নিয়েছেন এবং ঘণ্টাখানেক বক্তব্য উপস্থাপন করেছেন। সেখানে তাকে পরিচিত করানো হয় ২০০৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে।
ইমরান