ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

মিজানুর রহমান, নাগেশ্বরী, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৮:৫৩, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:২১, ৩ এপ্রিল ২০২৫

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

ছবি: সংগৃহীত।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার গোরকমন্ডল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভারতের কোচবিহার জেলার গিদালদহ এলাকার বাসিন্দা জাহানুর আলম (২৪)।

প্রত্যক্ষদর্শী ও সীমান্তের স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, একদল ভারতীয় চোরাকারবারি চোরাই মাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ছয় রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে জলাশয়ে পড়ে মারা যান, আর বাকিরা পালিয়ে যান।

ঘটনার পরপরই সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল জোরদার করে। সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন।

বৈঠকে বিএসএফ জানায়, ভারতীয় নাগরিকরা তাদের টহল পোস্টে হামলা চালানোর চেষ্টা করলে গুলি চালানো হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, "এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। তবে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।"

এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

সায়মা ইসলাম

×