ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কুয়াকাটায় মোটরসাইকেল চালককে বেধড়ক কুপিয়ে জখম,ফেলে রাখা হয় রাস্তায়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৫১, ৩ এপ্রিল ২০২৫

কুয়াকাটায় মোটরসাইকেল চালককে বেধড়ক কুপিয়ে জখম,ফেলে রাখা হয় রাস্তায়

ছবি: সংগৃহীত

এপ্রিল বৃহস্পতিবার,কুয়াকাটায় ভাড়াটে মোটরসাইকেল চালক মো. সুজনকে (৫০) বেধড়ক কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। ভোরে  পৌরগোজা এলাকায় নাশকতার ঘটনা ঘটে। তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে।

পর্যটকরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে অচেতন অবস্থায় সুজনকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা উদ্ধার করেছে। থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জখম সুজনের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ভোরে পর্যটক পরিবহনের জন্য বাড়ি থেকে বের হয় সুজন। পথিমধ্যে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।

মেজবাহউদ্দিন মাননু/মেহেদী হাসান

×