
ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অঙ্গীকারে এটি একটি অসাম্প্রদায়িক-অরাজনৈতিক সংগঠন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১২টায় বাকেরগঞ্জ বন্দরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
এর আগে এক সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে তালুকদার জহিরুল হক তুহিনকে সভাপতি ও দানিসুর রহমান লিমনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী হাওলাদার, শরীফ মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহিন শিকদার স্বপন, মোঃ আরিফুল করিম দুলাল, মোঃ আমির হোসেন দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ-আল-মামুন, মোঃ মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোসাঃ নাসরিন সুলতানা রুবী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস এম নওরোজ হীরা, অর্থ সম্পাদক এম ফয়সাল তুরান, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, আইন, দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ তারেক হাসান খান সোহেল, দপ্তর সম্পাদক উত্তম কুমার দাস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফুলে জান্নাত সুরভী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু দত্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম কবির। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মির্জা খাদিজা বেগম, মোঃ আবুল বাশার বকুল, মোঃ সোহেল খন্দকার সাইফুল ইসলাম অন্তু, শরিফ মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ তাসিন আহমেদ রাতুল।
মেহেদী হাসান