ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ফাঁকা ঢাকায় স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী

প্রকাশিত: ১৮:২৪, ৩ এপ্রিল ২০২৫

ফাঁকা ঢাকায় স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী

ছবি: সংগৃহীত

সকাল ১০ টার রাজধানীর কাকরাইল মোড়। সাধারণ সময় দীর্ঘ জানজটের এ মোড়ে নেই চিরচেনা দৃশ্য। সিগনালও সহজেই পার হচ্ছে সব ধরনের যানবাহন। অনেকেই বের হচ্ছেন পুরো পরিবার নিয়ে। ছুটির এ সময়টা উপভোগ করছেন রাজধানীবাসী। রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও খুব বেশি বেগ পেতে হচ্ছে না তাদের। ফাঁকা রাজধানীতে খুব কম সময়ে গন্তব্যে যেতে পারায় খুশি সাধারণ মানুষ।

এক রিকশা চালক জানায়, "গাড়ি ঘোড়াও চলছে ভালোই, খ্যাপ পাইছি ভালোই।" এক সিএনজি চালক জানায়, "রাস্তাও ফাঁকা, মনে করেন যাত্রীও নাই।" রাজধানীতে গণপরিবহন ছিল তুলনামূলক কম। যেসব বাস চলছে সেগুলোতেও যাত্রী ছিল অনেকটাই কম। তবে কম সময়ে ট্রিপ শেষ করতে পারায় পুষিয়ে নিচ্ছেন বলে জানান শ্রমিকরা।

বাসের হেল্পার জানান, "চন্দ্রা থেকে আসতে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগতো। এখন দুই ঘন্টাও লাগতেছে না, দুই ঘন্টার কম সময় লাগে। রাস্তা ফাঁকা।" "আগে আসতাম তিন ঘন্টায় এখন আসতেছি ২০ মিনিটে।"

তবে অধিকাংশ রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতি ছিল অনেক বেশি। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণের আহ্বান ট্রাফিক বিভাগের।

আবীর

আরো পড়ুন  

×