
ছবি: সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর গ্রামে পরকীয়ার জেরে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (২ এপ্রিল) দিনগত রাত পৌনে ৮ টার নোয়াখালী জেলার চর জব্বার থানা এলাকা থেকে অভিযুক্ত হেমায়েত উল্লাহ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী সালমা বেগমকে তার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা বাইরে থেকে দরজা আটকে রেখে পালিয়ে যায়। পরেরদিন বুধবার (২ এপ্রিল) সকালে নিহতের বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালীর চর জব্বার থানার দক্ষিণ চর ক্লার্ক এলাকা থেকে আসামি হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি হেমায়েত উল্লাহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন নূরপুর গ্রামের কৃষ্ণ হালদারের পুকুর থেকে উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, হত্যাকাণ্ডের মূল কারণ পরকীয়ার টানাপোড়েন বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে। আরও তদন্ত চলছে এবং আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মেহেদী হাসান