ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সালিশ বৈঠকে সাবেক কাউন্সিলরকে আহত করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৮:০১, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:০৩, ৩ এপ্রিল ২০২৫

সালিশ বৈঠকে সাবেক কাউন্সিলরকে আহত করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: সংগৃহীত

জেলার ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে সালিশ বৈঠকের নামে ডেকে নিয়ে  বেধরক পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় স্বাধীন নামের এক যুবকও হামলার শিকার হয়েছে। খবর পেয়ে তাদের আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গতকাল বুধবার রাত একটার দিকে ডোমার পৌর এলাকার মডেল স্কুল পাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। অপর পক্ষ বলছেন, ওরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুরে করে এখন নিজেরা বাঁচকে নাটক সাজিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে এ ঘটনায় থানায় মামলা দেয়া হয়েছে বলে জানান হাসপাতালে চিকিৎসাধীন সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা। তিনি দৈনিক জনতার ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত বলে জানিয়েছেন। এর মধ্যে যুবক স্বাধীনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবক অপর পক্ষের বলে দাবি করা হয়েছে।

আহত সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা সাংবাদিকদের জানায় ‘মডেল স্কুল পাড়ায় পরকিয়ার একটি ঘটনা নিয়ে দীর্ঘ দিন ধরে দুই পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছিল। বিষয়টি দুই পরিবারের মধ্যে সমঝোতা করে দেওয়ার জন্য গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় আমাকে যেতে বলেন এলাকার লোকজন। আমি যেতে রাজি না হলে ওই এলাকার মশিয়ার রহমান অনুরোধ জানিয়ে আমাকে নেওয়ার জন্য মোটরসাইকেল পাঠিয়ে দেন। এরপর সেখানে গিয়ে আলোচনার এক পর্যায়ে ওই এলাকার তরিকুল ইসলাম ও তার লোকজন আমার হাত, মুখ, পা বেধে একটি খুঁটিতে রশি দিয়ে পেচিয়ে রেখে বেধরক মারপিট করে। তাদের মারপিটে গুরুত্বর আহত হই। ঘটনার সময় মশিয়ার রহমান অনেক চেষ্টা করে আমাকে উদ্ধার করতে না পেরে থানায় খবর দেন।

তিনি বলেন, পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এসময় আমাকে রা করতে এসে স্বাধীন নামের এক যুবকও হামলার শিকার হয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য  তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর দিকে তরিকুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, কাউন্সিলর রাজার ওপর হামলার বিষয়টি সঠিক নয়। বরং ,‘রাজা কাউন্সিলরের লোকজন আমার বাড়িতে রাত একটার দিকে হামলা চালিয়েছে। তাদের হামলায় আমার পরিবারে একাধিক সদস্য আহত হয়েছে। এর মধ্যে স্বাধীনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা আমাকে এলাকা থেকে উচ্ছেদের হুমকি প্রদান করছে’।ঘটনা ভিন্নখাতে প্রবাহে কাউন্সিলার রাজা সহ তার লোকজন নাটক সাজিয়েছেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 

 

 

তাহমিন হক ববী/মেহেদী হাসান

×