
ছবি: সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, 'বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। আমাদের হানাহানি মারামারি ও কলহমুক্ত হতে হবে।'
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নে এক ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে।'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।
রাকিব