
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি ও রাঙ্গামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তিনি বিজিবি’র হেলিকপ্টারে করে বিজিবি’র বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ও সৈনিকদের খোঁজখবর নেন। পরে তিনি রাঙ্গামাটি বিজিবি সেক্টর পরিদর্শন করেন।
বিজিবি সূত্রে জানা যায়, (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে বিজিবির হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বাঘাইহাট ৫৪ বিজিবির এলাকা ও সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন। এরপর বাঘাইহাট থেকে বিজিবি’র সাজেক বিওপি পরিদর্শনে যান তিনি। তখন তিনি পূর্বপরিচিত স্থানীয় প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।
সেখানে বিজিবির ক্যান্টিন সীমান্ত শৈলীতে স্থানীয় হেডম্যান মৌজা প্রধান, কার্বারী ও পাড়া প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপণের গুরুত্ব বিবেচনায় সাজেকে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সফরের সময় তার সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব কাজী হাফিজ আমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্মকর্তা শামস আরমানসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় ১৯৯০ সালের ১৬ নভেম্বর থেকে ১৯৯২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত বাঘাইহাট জোনে কর্মরত ছিলেন।
জীতেন বড়–য়া/রাকিব