ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্পের ৩৭% শুল্কারোপ, ঝুঁকিতে কারা?

প্রকাশিত: ১৬:৩৮, ৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্পের ৩৭% শুল্কারোপ, ঝুঁকিতে কারা?

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৭% বৃদ্ধি করেছেন। গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণ এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যেই বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশের শুল্কের হার বৃদ্ধি ১৫% থেকে ৩৭% হয়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের অর্থনীতিবিদরা। এই পদক্ষেপ বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে। বিশেষ করে, বাংলাদেশের তৈরি পোশাকের মার্কিন বাজারে প্রবাহিত হতে কঠিন হয়ে উঠবে। যার ফলে অনেক ছোট-মাঝারি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।

শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, চীনসহ আরও অনেক দেশও এই শুল্কারোপের আঘাতের শিকার হতে পারে। বিশেষত, চীনের সাথে চলমান বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে এ শুল্ক আরোপ করা হচ্ছে। যা আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সমস্যায় পরিণত হতে পারে।

বিশ্ব নেতারা ট্রাম্পের এই সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন এবং পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। বিভিন্ন দেশের ব্যবসায়ী মহলও মার্কিন শুল্কের ফলে অর্থনৈতিক বিপর্যয় এবং বাণিজ্য সংক্রান্ত অসুবিধার কথা উল্লেখ করেছেন।

আশিক

×