
ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচং উপজেলার মোহাম্মদ ফারুক নামের এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) তার ছোট ভাই মোহাম্মদ ইমন সাংবাদিকদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ফারুক চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবার এখন চরম দুর্দশায় পড়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, সৌদি আরবের স্থানীয় সময় বুধবার(০২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে মিকাত নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফারুক (৪৫) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে ছিলেন।
ইমন জানান, তার ভাই সাত বছর আগে সৌদি আরবে যান। সর্বশেষ দেড় বছর আগে তিনি দেশে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে যান। ফারুক সেখানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। বুধবার রাত দেড়টার দিকে সৌদি আরবে থাকা ফারুকের ফুফাত ভাই দুলাল ফোন করে দুর্ঘটনার খবর দেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ফারুক ঘটনাস্থলেই নিহত হন।
ইমন আরও জানান, ফারুক একটি সাদা রঙের প্রাইভেটকার চালিয়ে বাসায় ফিরছিলেন,পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুকের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার সাংবাদিকদের বলেন, সৌদি আরবে নিহত ফারুকের লাশ দেশে আনা এবং তার পরিবারকে সহযোগিতা করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা দেবে।
মীর শাহ আলম/মেহেদী হাসান