
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তবে প্রতিবারই আল্লাহ তা ব্যর্থ করে দিয়েছেন। এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, "ওরা বারবার ষড়যন্ত্র করেছে, কিন্তু সফল হতে পারেনি। এখনো তারা চেষ্টায় লিপ্ত, তবে আল্লাহর ইচ্ছায় বাংলাদেশ অটল রয়েছে।"
তিনি আরও বলেন, "১৩৬ বার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু আল্লাহ তা নস্যাৎ করেছেন। আমি বলছি, বেশি বাড়াবাড়ি কোরো না। আল্লাহ চাইলে চীন ও পাকিস্তানকে তোমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারেন।"
এ সময় তিনি আন্তর্জাতিক কিছু সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, "আজকে এখানে আসার পথেই খবর পড়েছি, ইতোমধ্যেই কিছু ঘটতে শুরু করেছে।"
আবীর