
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গ্রামাঞ্চলে বর্তমানে নতুন ধরনের অরাজকতা চলছে। তিনি জানান, আগে যেখানে কিছু ছ্যাঁচড়া লোক ছিল, এখন তাদের জায়গায় নতুন কিছু ছ্যাঁচড়া লোক বের হয়েছে, যারা গ্রামের উন্নয়ন ও শান্তির পরিবেশে বাধা সৃষ্টি করছে।
ফুয়াদ আরও বলেন, "এরা নতুন ব্যানারে এসে ধান কেটে নিয়ে যাচ্ছে, সেচের পাম্প বন্ধ করে দেয় অথবা তা বন্ধ না করলে মেশিনটি চুরি করে নিয়ে যায়। এছাড়া, মাছ ধরে নিয়ে যাওয়া, খাল ব্লক করে সেচ দিয়ে মাছ ধরা, মাটি তুলে ইটভাটায় বিক্রি করা—সব মিলিয়ে গ্রামের পরিবেশে এক ধরনের মাৎস্যন্যায় (অরাজকতা) চলছে।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1AE82eMrLw/
মারিয়া