ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাজশাহীতে হচ্ছে আধুনিক মাল্টিস্পোর্টস গেম জোন ‘প্লে ল্যান্ড’

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৫:৪২, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪৩, ৩ এপ্রিল ২০২৫

রাজশাহীতে হচ্ছে আধুনিক মাল্টিস্পোর্টস গেম জোন ‘প্লে ল্যান্ড’

ছবি: সংগৃহীত

রাজশাহীতে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিস্পোর্টস গেম জোন  ‘প্লে-ল্যান্ড’। রাজশাহী নগরীর নিউ বাইপাস সড়কের নাদের হাজির মোড়ে আগামীকাল শুক্রবার মাল্টিস্পোর্ট গেম জোন উদ্বোধন করা হবে বলে জানা গেছে। স্থানীয় ক্রীড়ামোদী কয়েকজন যুবকের যৌথ প্রচেষ্টায় এ ‘প্লে-ল্যান্ড’ গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে।  

খেলাধুলা আর নির্মল বিনোদনের এক অসাধারণ মেলবন্ধনের প্রতিশ্রুতি নিয়ে এই আধুনিক স্পোর্টস হাবে মিলবে একই ছাদের নিচে বিভিন্ন ধরণের খেলাধুলা। সংশ্লিষ্টরা বলছেন, যারা শারীরিকভাবে ফিট থাকতে চান ও খেলাধুলাকে ভালোবাসেন, আবার বন্ধুদের সাথে আনন্দের সময় কাটাতে চান, তাদের জন্য এটি হতে যাচ্ছে এক অসাধারণ ঠিকানা।

ফুটবল, ব্যাডমিন্টন, সার্কেল ক্রিকেটের পাশাপাশি ‘প্লে ল্যান্ডে’ থাকছে বাংলাদেশে প্রথমবারের মতো পিকেল বলের সুযোগ। বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করা এই খেলাটি এখন রাজশাহীর ক্রীড়াপ্রেমী মানুষের হাতের নাগালে। নতুন এই খেলাটি নিঃসন্দেহে রাজশাহীর তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে যাচ্ছে এবং একটি নতুন ক্রীড়া সংস্কৃতির জন্ম দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের অফুরন্ত ভান্ডার স্থাপন করা হয়েছে। শুধু মাঠের খেলাই নয়, ‘প্লে ল্যান্ড’-এ রয়েছে বিভিন্ন ধরণের আকর্ষণীয় ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের বিশাল আয়োজন। বন্ধুদের সাথে তুমুল আড্ডার মাঝে মেতে ওঠা যাবে উনো, চেস, ক্যারাম, লুডো, ফুসবল টেবিল গেম, স্লিং-পাকের মতো জনপ্রিয় সব গেমে। এছাড়াও রয়েছে সাব-সকার ও আর্কেড বাস্কেটবলের মতো আধুনিক গেমস। ছেলেরা যেখানে ফুটবল টার্ফ এ মেতে উঠবে, সেখানে মেয়েরা বিভিন্ন বোর্ড গেম নিয়ে মশগুল হতে পারবে। আবার একসাথে সবাই ভাগাভাগি করে নিতে পারবে একে অপরের খেলার আনন্দ।

খেলার ফাঁকে মুখরোচক আহার মিলবে এখানে। ক্ষুধা নিবারণের জন্য ‘প্লে ল্যান্ড’ নিয়ে এসেছে ‘ডাইস্ ডাইন’ নামের একটি বিশেষ স্ন্যাকস কর্নার। এখানে পাওয়া যাবে মজাদার চা, সুস্বাদু সিঙ্গারা, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইসহ বিভিন্ন মুখরোচক খাবার আইটেম এবং কোমল পানীয়।
রাজশাহীতে মাল্টিস্পোর্ট গেম জোন প্রতিষ্ঠার পেছনে রয়েছেন ক্রীড়ামোদী যুবক আবদুল্লাহ আল সামস ও সাদমান সৌমিক চৌধুরী। এদের মধ্যে নিজেও ক্রীড়ামোদী সাদমান সৌমিক চৌধুরী। তিনি বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিজ্ঞাপনী সংস্থায় নিয়োজিত। তিনি জানালেন, মুলত: রাজশাহীর ক্রীড়ামোদী মানুষের জন্য খেলাধুলা আর নির্মল বিনোদনের এক অসাধারণ মেলবন্ধন সৃষ্টির জন্য এটি প্রতিষ্ঠা করা হচ্ছে।

তিনি বলেন শুক্রবার (৪ এপ্রিল) প্লে-ল্যান্ড উদ্বোধণ হলেও মূল আয়োজন শুরু হতে কয়েকদিন লাগবে। এ প্লে-ল্যান্ডে এসে বহুমুখি খেলার সম্ভারে যে কেউ পুলকিত হবে।রাজশাহীতে এ প্লে-ল্যান্ড হবে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন।

 

মামুন-অর-রশিদ/মেহেদী হাসান

×