ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ১৫:৩৭, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৩৭, ৩ এপ্রিল ২০২৫

দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ লুট করেছে এলাকার চিহ্নিত চোর চক্র। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি বাজার সংলগ্ন ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছোঁয়া টেলিকমের স্বত্বাধিকারী রফিকুজ্জামান রফিকের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে চোরচক্র লুটের ঘটনা ঘটিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রফিকুজ্জামান রফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মব্যস্ততার সুযোগে পার্শ্ববতী এলাকার রনি (২৫) ও দিপু (২৪) নামে দুই যুবক রফিকের বাড়িতে প্রবেশ করে। এসময় দিপু বাড়ির বাইরে পাহারা থাকে এবং রনি বাড়িতে প্রবেশ করে ব্যবসায়ী রফিকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন, কানের দুল, আলমারিতে থাকা নগদ টাকা ও দামি মোবাইলফোন লুট করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। পরে রফিকের স্ত্রীর চিৎকার ও শোরগোলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলেও চোরদের আটক করতে পারেনি তারা। খবর পেয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দিনের বেলায় অস্ত্রের মুখে লুটের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, "আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আবীর

×