
ছবিঃ সংগৃহীত
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নির্বাচন প্রসঙ্গে বলেছেন, যারা মনে করছেন নির্বাচন হবে না, তাদের ধারণা ভুল। ফজলুর রহমান জানান, যদি তিনি জীবিত থাকেন, তাহলে নির্বাচন অবশ্যই হবে। তিনি আরও বলেন, "বাংলাদেশে নির্বাচন করতে হবে, রাজাকারের হাতে দেশ ছেড়ে দেবো না।"
ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বাঁচিয়ে রাখতে হবে, আর তিনি নিজে তা চালিয়ে যাবেন। রাজাকারের সন্তানরা যদি দেশের শাসন ক্ষমতা দখল করতে চায়, তাহলে তাদের ভুল মনে করা উচিত। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি তার অঙ্গীকার অব্যাহত থাকবে। তিনি ঘোষণা করেন, "এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, আর আমি যতদিন বাঁচব, মুক্তিযুদ্ধের কথা বলে যাবো।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1UMiH8FufM/
মারিয়া