ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শহীদ ফ্যামিলিকে যথাযথ মর্যাদা দিয়ে চাকরি দেয়ার বিষয়ে সরকার সংবেদনশীল:মাহফুজ আলম

প্রকাশিত: ১৪:৫৭, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫৮, ৩ এপ্রিল ২০২৫

শহীদ ফ্যামিলিকে যথাযথ মর্যাদা দিয়ে চাকরি দেয়ার বিষয়ে সরকার সংবেদনশীল:মাহফুজ আলম

আমি মনে করি শহীদ ফ্যামিলিকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে চাকরি পাওয়ার ব্যবস্থা করার ব্যাপারে সরকার সংবেদনশীল আছে, দায়িত্বশীল ভূমিকা রাখবে।বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিকেলে স্থানীয় প্রশাসন ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, "বিভিন্নভাবে চাকরির সুযোগ পায়, যে চাকরিগুলো এই অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া হয় না। আমি চেষ্টা করবো যে এটা যাতে বৈধ এবং যথাযথ যৌক্তিক উপায়ে হয়। সময় নিয়ে হইলে যৌক্তিক হয়। কারণ অযৌক্তিক উপায়ে হলে সুপারিশ হলে দেখা গেল তিন মাস পরে এটা বাতিল হয়ে গেল, এটা লজ্জাজনক হবে।"

মাহফুজ আলম বলেন, "আমি মনে করি শহীদ ফ্যামিলিকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে চাকরি পাওয়ার ব্যবস্থা করার ব্যাপারে সরকার সংবেদনশীল আছে, দায়িত্বশীল ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "আমি আজকে আমাদের মুরুব্বি যারা আছেন, এলাকার এবং শহীদ এবং আহত শহীদ ফ্যামিলির এবং যারা এসেছেন, সবার কাছে আমি একটু দুঃখ প্রকাশ করছি।"

তিনি আরও বলেন, "আপনাদের যেকোনো কথা শুনতে আমি যেকোনো সময় প্রস্তুত আছি। এখানে অলরেডি আমার বাসায় এসেছেন ঢাকায়। আমার ভাইয়া এখানে আছে, সে রাজনৈতিকভাবে জড়িত আছে। বা যেকোনো আমার কাছে পৌঁছানোর উপায় আপনাদের কাছে আছে।"

"আপনারা রামগঞ্জে যেকোনো মাধ্যমে আমাকে রিচ করার সুযোগ আছে আপনাদের। আপনারা যদি রিচ করেন, আমি যেকোনো কিছুতে দলমত নির্বিশেষে এখানে দলের ইস্যু না।"

ট্রানজিশনাল সরকারের ভূমিকা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন,"আমার আমাদের যে সরকার, এই সরকার হচ্ছে একটা ট্রানজিশনাল সরকার। এই সরকার একটা নির্বাচন করবে, সংস্কার করবে, বিচার করবে, তারপরে চলে যাবে।"

"আমি মনে করি, এই সময়টা আপনাদের সবাইকে সহযোগিতার জন্য আমি রাজি আছি। আপনারা যেকোনো কিছুতে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো।"

উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "এই এলাকার মানুষের যেকোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং যেকোনো ধরনের ভালো কিছুতে আমি থাকতে চাই, আপনারা আমাকে রাখবেন।"

সূত্র:https://tinyurl.com/43x4t4h3

আফরোজা

×