ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আমার স্ত্রীর পছন্দই আমার পছন্দ : ড. রেদোয়ান আহমেদ

প্রকাশিত: ১৪:৫০, ৩ এপ্রিল ২০২৫

আমার স্ত্রীর পছন্দই আমার পছন্দ : ড. রেদোয়ান আহমেদ

ছবিঃ সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, "আমার স্ত্রীর পছন্দই আমার পছন্দ। ছেলেমেয়েরা যা রান্না করে, সেটাই আমার পছন্দ। আমার আসলে কোন বিশেষ পছন্দ অপছন্দ নেই।

তিনি সালামী প্রসঙ্গে বলেন, ছোটবেলায় যখন গ্রামে থাকতাম, তখন সালাম করলে বাবা-মা কিছু পয়সাপাতি দিত, তখন তো আনা-দুই আনা ছিল। তবে সেটা ৫০-এর দশকের কথা। এখন, গ্রামে ঈদুল ফিতরের সময় আলাদা একটা টাকা বাজেট থাকে, এবং আমাদের নেতাকর্মী যারা মোটামুটি দরিদ্র, তাদের কিছু টাকাপয়সা দেওয়া হয় যাতে তারা ঈদটি সুন্দরভাবে পালন করতে পারে।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1EfskuSkP9/

মারিয়া

×